Showing posts with label Covid 19. Show all posts
Showing posts with label Covid 19. Show all posts

Monday, August 30, 2021

ভ্যাকসিন এখন ‘দিল্লি কা লাড্ডু’, অতএব সম্বল ‘রাখে হরি মারে কে’

 লিখেছেন 

অ নি ন্দ্য   ভ ট্টা চা র্য


আমেরিকার পূর্বতন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত বছর প্রায় ফাটা রেকর্ড বাজানোর মতো নিত্য আওড়ে গেছেন যে কোভিড১৯ আসলে একটি ‘চীনা ভাইরাস’। অর্থাৎ, চীন থেকেই এর উৎপত্তি, এবং যেহেতু চীনাদের খাবার-দাবারের কোনও মা-বাপ নেই, অতএব, এমনতর ‘নিকৃষ্ট’ মানবজাতির দেহেই এইসব অলুক্ষণে ভাইরাস বাসা বাঁধতে পারে। সেই সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটি ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ যে, আসলে কোভিড১৯ ভাইরাসটি চীনের উহান পরীক্ষাগারে তৈরি। বলাই বাহুল্য, ‘শ্বেতাঙ্গ’ জাতির স্বঘোষিত অকলুষতা ও অন্যান্য জাতির প্রতি তাদের এক শ্রেণি মানুষের যে বহমান ঘৃণা- তাকে চাগিয়ে দিতেই এইসব কু-রটনা। তার সঙ্গে ছিল কোভিড মোকাবিলায় ইউরোপ সহ আমেরিকার সার্বিক ব্যর্থতা ও দিশাহীনতা এবং চীনের সঙ্গে রাজনৈতিক-প্রযুক্তিগত দ্বৈরথে তাদের পিছিয়ে পড়া হেতু ঈর্ষাকাতরতাও। 

এ হেন চাপানউতোরের মধ্যেই সম্প্রতি প্রকাশ পেয়েছে কোভিড১৯ ভাইরাসের উৎস সন্ধানে আমেরিকার উদ্যোগে গঠিত তদন্ত কমিটি’র রিপোর্ট। কমিটির সমস্ত সদস্যদের মতৈক্যের ভিত্তিতে এই রিপোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে কোভিড কোনওভাবেই কোনও জৈবাস্ত্র নয়। এই ভাইরাস জেনেটিকালি ইনজিনিয়ার্ড নয় বলেও এই কমিটি মনে করেছে। কমিটি’র  অভিমত, কোনও প্রাণীর দেহ থেকে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে অথবা এও হতে পারে যে উহান গবেষণাগারে সার্স-কোভ২’এর সংক্রমণে এই ভাইরাসের উদ্ভব ও ছড়িয়ে পড়া। 

নানা মুনির নানা মত ও বিতর্কে কোভিড১৯ নিয়ে বিজ্ঞানী থেকে চিকিৎসক, রাষ্ট্রের কর্ণধার থেকে সাধারণ নাগরিক সকলেই যারপরনাই চিন্তিত ও বিপুল পরিমাণে বিভ্রান্ত। এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস এইভাবে মানব প্রজাতির গোটা কুলকে এমন পরাভূত করে রাখতে পারে, বিজ্ঞানদর্পী মানুষের সম্ভবত সে ধারণার আঁচটুকু পর্যন্ত ছিল না। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে প্রবল আকচাআকচি। সাধারণ মানুষ পড়েছেন মহাবিপদে। এক দল বলছেন, আপনি যদি ভ্যাকসিন নেন, তাহলে আপনি মহামূর্খ; আরেক দলের মত, ভ্যাকসিন না নিয়ে আপনি শুধু মূর্খতার পরিচয় দিচ্ছেন না, হীনতারও স্বাক্ষর রাখছেন, কারণ, আপনার ভ্যাকসিন না নেওয়ার ফলে আপনার চারপাশের মানুষজন বিপন্ন হয়ে পড়েছেন। ‘শ্যাম রাখি না কুল’- এই আতান্তরের মধ্যে ডেনমার্ক সরকার কোভিড-সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। ওদিকে আমেরিকায় যথেষ্ট ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও নতুন করে আবারও দ্রুত হারে কোভিড সংক্রমণ ছড়ানোয় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, যারা ভ্যাকসিন নেননি তাঁরাই আক্রান্ত হয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে বিপুল সংখ্যক মানুষ যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে ‘হার্ড ইম্যুনিটি’ গড়ে ওঠার যে গল্পটা ছিল তার কী হল! 

যারা ভ্যাকসিনের প্রবল পক্ষপাতী তাঁরা এতদিন ইজরায়েলকে দেখিয়ে বলে আসছিলেন যে সে দেশ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সফল আর তাই সেখানে নতুন করে কোভিডের সংক্রমণ নেই। এই বছর এপ্রিল মাস নাগাদ তথ্য দিয়ে দাবি করা হচ্ছিল যে ইজরায়েলে দৈনন্দিন কোভিড আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে। অথচ কী আশ্চর্য! ‘আবার সে এসেছে ফিরিয়া’। ২৮ অগস্ট’এর তথ্যে দেখা যাচ্ছে, ইজরায়েলে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গড়ে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ৯৫০০’এরও বেশি। তাহলে, হচ্ছে টা কী? 

তবে এও বাস্তব, কোভিডের দ্বিতীয় ঢেউ হিসেব যে সময়টাকে আমাদের দেশে চিহ্নিত করা হয়েছে, সেই সময়টায় সরকারি হিসেবেই অন্তত ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে সংখ্যাটা নাকি ১০-১২ লক্ষের কাছাকাছি। হাসপাতালে জায়গা নেই, অক্সিজেনের সিলিন্ডার নেই, স্থানাভাবে মৃত মানুষের দেহ দাহ বা কবরস্থ করার উপায় নেই, গঙ্গা বা নদীতে শয়ে শয়ে লাশ ভাসছে- এই কঠোর বাস্তবের ছবি তো আমরা দেখেছি। এত মৃত্যু কেন? হতে পারে, এত বিশাল সংখ্যক মানুষ এক সঙ্গে আক্রান্ত হয়েছেন যে ন্যূনতম চিকিৎসা পরিকাঠামোর অভাবের জন্যই বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের আক্রান্ত হওয়াটাও তো চরম আশঙ্কার দিক। বিশেষ করে আমাদের মতো একটি জনবহুল দেশে তা আরও বেশি বিপদের। সেটুকুকে কি রোধ করার কোনও উপায় আমাদের হাতে ছিল না? উত্তর ভারতের কুম্ভমেলায় যে বিশাল লোকসমাগম অথবা পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে সভা-সমাবেশে মানুষের ঢল- এর জন্যই কি কোভিডের সংক্রমণ মাত্রাতিরিক্ত ভাবে ছড়ায়নি? অসম ও উত্তর-পূর্বাঞ্চলে তো কোভিডের প্রকোপ বেশ কম ছিল। অথচ, অসম নির্বাচনের পর পরই দেখা গেল যে সে রাজ্যে ব্যাপক ভাবে কোভিডের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তা কি নিতান্তই কাকতালীয়? 

তাই, অবশ্যই প্রশ্ন উঠবে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও লকডাউনের যে নিদান দেওয়া হয় তা কি ভুল, শুধু ভুল? একদিকে বলব, ফেব্রুয়ারি ২০২০’তে আহমেদাবাদে মোদির ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের জমায়েত থেকেই কোভিড এ দেশে মহামারির আকার নিয়েছে এবং দ্বিতীয় তরঙ্গেও তা আবার ফিরে আসার কারণ কুম্ভমেলা ও রাজ্যে রাজ্যে নির্বাচনের জমায়েত, আবার অন্যদিকে বলব, মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে, সামাজিক দূরত্ব বিধি বা লকডাউন আসলে ডিজিটাল সংস্থার মুনাফাকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র- হরেদরে ঠিক কী বলতে চাইছি, জানি তো? তবে এও বাস্তব, লকডাউনের ফলে গরিব মানুষের রুটি-রুজির এক অভাবনীয় সমস্যা তৈরি হয় বা হয়েছে। এ সম্পর্কে এক বড় সংখ্যক অর্থনীতিবিদেরা পরিষ্কার নিদান দিয়েছেন যে প্রত্যেক অভাবী মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে, দরকার পড়লে নোট ছাপিয়েও। সেও এক পথ বটে। 

কিন্তু আমরা যারা নিতান্তই ছাপোষা সাধারণ জন- আমরা কীভাবে নিজেদের রক্ষা করব? এখানেই বিভ্রান্তির বিস্তার। এ বিষয়ে ডাঃ অরুণ সিং’এর একটি ভাষণ বেশ মনে ধরেছিল। তিনি বলেছিলেন, ভাইরাস আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের ধরবে না, তা হবার নয়। কিন্তু তারা ধরলেও, আমরা কিছুটা ভুগে-টুগে হলেও শেষমেশ বেঁচে থাকব- এই দিকটা হয়তো নিশ্চিত করা যায়। আর তার উপায় হল, আমাদের শরীরে যে কো-মর্বিডিটি আছে সেগুলোর সুধার করাটাই আসল নিদান। অর্থাৎ, আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ অথবা হার্টের কোনও ব্যারাম কিংবা কিডনির অসুখ থাকে, আপনি সেই সব যাতনা থেকে বরং সুস্থ হয়ে ওঠার চেষ্টা করুন। কোভিড যদি আপনাকে ধরেও, তা আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না, কিন্তু কো-মর্বিডিটি থাকলে আপনার প্রাণ সংশয়ের যথেষ্ট কারণ আছে। দ্বিতীয়ত, বাইরে বেরলে মাস্ক পরে নেওয়াটা এমনিতেও ভাল বলেই মনে হয়। কারণ, বাতাসে এমনিতেই যা দূষণ তাতে একটা মাস্ক হয়তো আমাদের সকলকে সাহায্যই করবে। জাপানে তো মানুষজন কোভিডের বহু আগে থেকেই রাস্তাঘাটে মাস্ক পরে ঘোরেন। তৃতীয়ত, বাইরে থেকে ঘরে ঢুকে হাত-পা-মুখ সাবান দিয়ে ধুয়ে নেওয়াটাও তো ভাল কাজ। এ অভ্যাসও বহুকালের। পুরনোকালে গ্রামের বাড়িতে বাইরে থেকে কেউ এলে উঠোনে রাখা ঘটি থেকে জল নিয়ে হাত-পা-মুখ ধুয়ে তবে ঘরে প্রবেশ করতেন। 

তবে, তৎসত্ত্বেও মানুষ কোভিডে অসুস্থ হয়ে পড়তে পারেন। কো-মর্বিডিটির কারণে এই অসুস্থতার প্রকোপ বাড়তেও পারে। তাই ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজন অপরিহার্য। এখানেই আমরা অনেকটা পিছিয়ে আছি। প্রবল শ্বাসকষ্টের সময় সামান্য অক্সিজেন সিলিন্ডারের অভাবে কত মানুষ যে মারা যান তার ইয়ত্তা নেই। রক্তের অভাবেও বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাই সবটা মিলিয়ে আমাদের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাও মহামারির জন্য অনেকটাই দায়ী। আর সবচেয়ে বড় দায়ী অনাহার ও অপুষ্টি। 

কোভিড১৯ তার ভ্যারিয়েন্ট তৈরি করবে, এ স্বাভাবিক। তৃতীয় তরঙ্গ আসা নিয়ে আমাদের আরও এক প্রস্থ বিভ্রান্তি ও উদ্বেগ থাকবে, তাও স্বাভাবিক। আমরা প্রায়-সকলে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও দেখব যে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কখনও কমছে অথবা বাড়ছে। কারণ, আগেই বলা হয়েছে, কোভিডের ভ্যাকসিনগুলো নাকি ‘Emergency Use Authorisation’এ ছাড়পত্র পেয়েছে মাত্র। অর্থাৎ, খুব জরুরি ভিত্তিতেই এরা ব্যবহারযোগ্য। কিন্তু চেষ্টা চলছে এর সর্বজনীন ব্যবহারের। রাষ্ট্রগুলি সরাসরি বাধ্য করতে পারে না, কিন্তু ঘুরিয়ে এমন সব নিয়ম করছে যে আপনি ভ্যাকসিন নিতে বাধ্য। যেমন, ভ্যাকসিন না থাকলে আপনি অমুক দেশে বা অঞ্চলে প্রবেশাধিকার পাবেন না, ট্রেনে উঠতে পারবেন না, বিমানে যাতায়াত করতে পারবেন না- এমনবিধ নানা কিছু। 

সবটা মিলিয়ে, দেখাই যাচ্ছে, ভ্যাকসিনের অবস্থা এখন ‘দিল্লি কা লাড্ডু’। খেয়েও পস্তাবেন, না খেয়েও। অতএব সম্বল: ‘রাখে হরি মারে কে’।


অনিন্দ্য ভট্টাচার্য


Monday, May 24, 2021

Why does Kerala getting so much attention in Covid19 Management?

Article By,

Jesbin Skariah Thomas


Kerala Covid19

Why Kerala, a small state in India, is getting so much attention in the context of Covid Management? We know Kerala leads all other states with regards to human development and any given demographic indicator. The state has the best health care system with state of the art infrastructure and doctors accessible to people at the primary level. The doctor-to-patient ratio in Kerala is 25 to 10,000, much, better than the 10:10,000 recommended by the World Health Organization. Nevertheless, Covid cases in Kerala are on the rise, though the state’s health department is handling it quite efficiently.

Here, we need to discuss some of the challenges unique to Kerala, not faced by the other Indian states.

  1. The state's old-age population is more than any other state in the country -- at 14%, it is 5% above the national average living over 60 years. Thus, the elderly with less immunity and high disease burden is undoubtedly the major contributing factor to fatality. 
  2. The state has the highest morbidity burden of lifestyle diseases, with one in every four adults having diabetes and nearly one-third of the adult population suffering from blood pressure.
  3. Every third household in Kerala has a migrant, and also another 2.5 million guest labourers residing within the state. The steady inflow of international and national migrants poses a serious challenge in containing the virus. During the first wave, the state had achieved ‘zero’ cases reported as the after-effect of lockdown imposed. But since then, it has opened up borders, the consequences of which are reflected in the surge of Covid-positive patients.
  4. Owing to its high population density (859 per sq km), the probability of any contagious disease spreading rapidly in the state, remains at the upper end of the spectrum.

Despite all these adversities, the state has proven its mettle in containing the virus and bringing down the fatality numbers. Therefore, not much chaos, panic or confusion is visible, though persistent and strenuous efforts are underway at all the levels of the Covid management system. District-level control cells connect every healthcare facility to the available logistic resources. These control-cells monitor daily activities to ensure that there is no shortage of bed, oxygen, ventilators and the likes. The state has also ramped up its Covid care infrastructure by adding more hospital beds, ventilators, ICUs etc., in addition to its already existing notable investment in public health. Expecting the second wave, the state had put in extensive efforts to boost its oxygen production from 73 metric tons to 219 metric tons a day. Besides all these, the most crucial practice Kerala has been following is to report the actual data which helps in an accurate forecast of expected cases and estimation of resources required to tackle the situation. The priority is to control the number of deaths regardless of the positivity rate, which even if spiraling is not something to worry about unless the healthcare system collapses, running out of beds, oxygen and ventilators. So far, the healthcare system in Kerala has succeeded in extending necessary medical services to all those who got infected with the novel Corona virus and thereby kept the death rate at its minimum.

 

Unlike the first lockdown (which was sudden and unplanned, leading to unexpected loss of livelihoods for many and the grave migrant crisis), the Center did not take any initiative in the second wave to restrict people's movements but left the same at the liberty of the state governments! If the first lockdown worked as a preparatory phase, Kerala’s motto in the second wave is to slow down the spread of the virus so that the system does not fall apart by an overwhelming number of cases.

Vaccination: As per the Covid dashboard of the Kerala government, nearly one-third of the state’s 18+ population has received at least one dose of the vaccine so far. Like many other states in India, paucity of vaccine is still a matter of concern for Kerala. However, the proficient handling and optimum use of vaccines by the nurses could help give more vaccine to the people than the allotted amount. Kerala is the only state to have reported zero wastage of vaccines.

Role of Local government bodies in Covid care: Local government bodies with their task force are at the front line to deal with the pandemic situation at the micro-level. Ward level Rapid Risk force has been constituted in all wards with respective ward members, ASHA workers and ANM and SHG personnel. They are the first to reach out to for families having a Covid patient or a migrant member. The ASHA workers after checking on their health status arrange for quarantine facilities, if needed, to avoid further spread of the virus in the family and the community, at large. If, however, the household does not have a separate room with attached washroom, the person is sent to a quarantine facility arranged by the local government. 

Community Participation: The state government’s coordination with local governments ensures that no person is left hungry in the state. Data suggests that food prepared in the community kitchens run by women from the SHG served around 8.6 million individuals, till May 17, 2021. Quarantined people, guest workers (migrants), and destitute had extensively availed these services, especially during lockdown. Not only the government officials and health workers, but social volunteers are also working shoulder to shoulder in the fight against this raging pandemic, supporting local governments in arranging quarantine facilities for the isolation of Covid positive patients. As per the Kerala Covid dashboard, till date around 3.7 lakh volunteers have registered themselves. Nearly 3700 destitute have been rehabilitated as of 25th April, 2021 and about 340,000 migrant labourers served in labour camps. 

The Kerala model of Covid management is nothing but a comprehensive care system for citizens with planning at the micro-level. In both phases of the Covid outbreak, the preparation and alertness of the government, well equipped with infrastructure and expertise is certainly outstanding. This has contributed to Kerala’s low fatality rates -- less than 0.3%, even amidst a multitude of challenges, which undoubtedly is a great achievement for the government.  Necessary preparations to address the forthcoming challenges of the pandemic are also continuing at the same time. 

 

Reference



Jesbin Skariah Thomas, from Kerala, is currently a research scholar in Population Sciences, Gokhale Institute of Politics and Economics, Pune, Maharashtra

Tuesday, May 18, 2021

Ground Reality and Management of Uttar Pradesh Against Covid19

Article by

Shikhar Tyagi


UP Covid19

In the second wave of Covid19, novel corona virus speared in a horrendous way in India. Number of patients are increasing incessantly. There is an atmosphere of aghast out there. The entire India become a hotspot of corona virus. Central government of India along with other state governments are showing their stringent endeavor to fight against corona virus. But it is incommensurate because we are the second largest populous country in the world. There are 2, 52,25,159 cases have been registered till May 17, 2021. Out of these patients, 2,15,84,326 patients have been recovered against Covid19. But unfortunately, 2,78,684 people have immolated their lives in the valley of death.  UP is the largest state on the basis of population. Uttar Pradesh have 200 million population. In Uttar Pradesh, there are 16,28,990 total confirmed patients, from them 1,49,032 patients are cured, and 17,817 patients has been waned up to May 17, 2021. But this is according to government’s official data. Ground Reality might be differed from this. I am saying it because there are different aspects on which we should be consentient. For instance, we can consider the number of testing per day. We know that testing of Covid is not taking place up to the level it is needed to be rational. The foremost reason behind this is the smaller number of Static Covid Test per Collection Centres.

In UP, there are only 1260 Covid Test per Collection centres in 75 districts.  In rural areas, conditions are most terrible. For example, twenty-seven people, young and old, have died in the past 40 days in Gagol village of UP's Meerut district, local residents claimed on Friday. District administration officials who reached the village insisted only 15 had died, and "none due to Covid-19". Villagers said it was only recently that officials began taking samples of symptomatic patients. 

"They have now started testing after reports of deaths surfaced in the media. Some samples have been taken and people are being provided with Covid kits," 

one of them said. About the Gagol village deaths, Amit Kumar, block development officer, said, 

"Fifteen people have died due to natural causes and existing illnesses. Samples of 24 people with symptoms have been collected. They have tested negative after the antigen test, their RT-PCR report is awaited." 

As on 10 May, there were 677 Covid cases in Meerut’s rural blocks — Hastinapur had the most (165), followed by Rajpura (102) and Daurala (76). Kharkhauda had 27 cases. Meerut has surpassed all districts of UP in daily Covid infections, deaths and active cases, according to the Covid 19 statistics provided by the state health department for the 24 hours ending May16, 2021. The district clocked 879 fresh cases which is the highest in UP for a day and followed by Gorakhpur at 801 while Lucknow recorded 617 and Ghaziabad 527 cases. Few days ago, UP government launched a web portal for availability of beds in the hospitals. In the Lucknow, there are 3879 beds are available out of 6483 in 73 hospitals. In Agra, there are 1223 beds are available out of 2427 in 34 hospitals. In parliamentary area of our honorable prime minister Mr. Narendra Modi, 1276 beds are available out of 2668 in 61 hospitals. 

In Saharanpur district 291 beds are available out of 643 in 10 hospitals. In Aligarh district 833 beds are available out of 1312 in 15 hospitals. This is situations of big cities, nevertheless people are suffering for beds in hospitals. Our print media, broadcast media, and online media are talking about only the big district. The situation of small and other districts is worst. For example, in parliamentary area of our honorable minister of textiles of India Smriti Irani, there are only two hospitals where local citizen can get treatment for covid-19 and in these two hospitals, there are only total 300 beds. In Badaun, Chitrakoot, Mainpuri, and Siddhart Nagar districts, there is only one hospital available in each district for covid-19 patients. In Amroha, Balia, Lakhimpur Kheri, and Sultanpur districts, there are only two hospitals in each district. In Etawah, Hardoi, Kannauj, Sambhal, and Unnao districts, there are only three hospitals are available for the treatment of covid in each district. In Ambedkar Nagar, Banda, Raebareli (parliamentary area of Mrs Sonia Gandhi), Rampur (parliamentary area of Mr Azam Khan), and Sitapur districts there are four hospitals are available in each district.  In Azamgarh (parliamentary area of Mr Akhilesh Yadav), Hapur, and Shamli districts, there are only five hospitals for the treatment of covid-19 virus in each district. 

India has vaccinated 18,29,26,460 people, but only around 40 million people are fully vaccinated which is 3% percent of vaccinated people. In UP, around 15 million people have been vaccinated yet out of 200 million people which is only 7.5% of total population. That means we still have a long way to succeed.  The situation is so terrible that people have to wait 12-12 hours to Funeral of their family member. This spectacles are not given the eyes a feeling of paradise. But at the end we must cheers to the hope that ‘We shall overcome”. 



Shikhar Tyagi M.Sc. (Statistics) M.Phil. (Statistics) from Uttar Pradesh is currently working as a research scholar at the Department of Statistics, Central University of Rajasthan, Ajmer since August, 2017. Though he is researching in several fields like Probability Theory, Survival Analysis, Parametric Bayesian Inference and Distribution theory, he is a specialist in Frailty Models. He has two research paper publications and two book chapters. His notable work is, "Can the aging influence cold environment mediated cancer risk in the USA female population?"