Thursday, June 25, 2020

অনিন্দ্য ভট্টাচার্যের প্রবন্ধ

বাণিজ্যের আজ কোনও দেশ নেই : খাওয়া-পরার নতুন গল্প

ম্প্রতি ‘আত্মনির্ভর’ শব্দটি জনমানসে প্রাবল্য পেয়েছে। তার কারণ অবশ্যই প্রধানমন্ত্রী। কোভিড আক্রান্ত দেশবাসীর যখন হাঁসফাঁস অবস্থা, তখন তাঁর কথামালা সিরিজের মাঝখানে হঠাৎ কথাটি পেড়ে তিনি বেশ মজে উঠেছেন এই ভেবে যে আবারও নির্ঘাৎ সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। কারণ, সর্বপ্রথম তিনি যখন থালাবাসন পেটাতে বলেছিলেন ও তারপর মোমবাতি জ্বালাতে, এই হিসেব কষে যে মহাভারতের যুদ্ধে যদি পাণ্ডব-জয় পেতে আঠারো দিন লেগে থাকে, তাহলে নিশ্চিত করোনা-যুদ্ধে তা একুশ দিনের বেশি হবে না। কিন্তু, অচিরেই যখন বুঝলেন, এ ঘোর কলি, অত সহজে তুকতাক ফলার নয়, তখন ‘আত্মনির্ভর’এর আর্তনিনাদ ছাড়া আর উপায় কী!

এই আত্মনির্ভর কথাটি আমরা ছোটবেলা থেকে অহরহ শুনে আসছি। বাবা বলতেন, নিজের পায়ে দাঁড়া। অর্থাৎ, আত্মনির্ভর হ’। আরও খোলসা করে বললে, চাকরি-বাকরি জোগাড় কর, বাবা তো আজ বাদে কাল রিটায়ার তারপর পরশু উপরে, তখন পাগলা খাবি কী! যা হোক একটা চাকরি-বাকরি, অথবা ছোটখাটো দোকান, বা ব্যবসাপাতি, নিদেনপক্ষে হালচাষ- কিছু একটা তো কর। দু’ তিনটে পাস দেওয়া শহুরে মধ্যবিত্ত কি নিম্নবিত্ত বাঙালি, ওই চাকরিবাকরিটাই আগে বোঝে; মানে, চাকরিবাকরি পেয়ে, ঘর সামলে আত্মনির্ভর হওয়া। প্রধানমন্ত্রী কি এই তাবৎ ক্লিশে কথাটিই, আর কিছু বলার না পেয়ে, বলেছেন? সম্ভবত হ্যাঁ, সম্ভবত না। সম্ভবত হ্যাঁ, কারণ, আত্মনির্ভর হওয়ার অর্থ ‘নিজের পায়ে দাঁড়ানো’। আর সম্ভবত না- এই কারণে যে তিনি কথাটি দেশের অর্থনীতি প্রসঙ্গে বলেছেন যেখানে ‘আত্মনির্ভর’ শব্দের অভিব্যক্তিটিই আজ এসে আমূল বদলে যেতে বসেছে। যদি বুঝি, দেশের মানুষ, দেশের কোম্পানি, দেশের ফসল, দেশের উৎপাদন- মোদ্দা কথায়, ঘরের ছেলে ঘরে নাইবে ঘরের খাবে- তাহলে আমেরিকায় ট্রাম্প এইচ-১বি ও অন্যান্য ভিসা বন্ধ করলে আমাদের ঘরের ছেলের গোসা হয় কেন? ট্রাম্প সাহেব তো তাঁর নিজের দেশের নাগরিকদের কথা ভেবেই তা করেছেন, নাকি? অথচ দেখুন, তাঁর দেশের গুগল, মাইক্রোসফট ধরনের প্রায় সমস্ত কর্পোরেট মহারথীরা এই সিদ্ধান্তে খেপে লাল! এমনকি তাঁর দলের সেনেটর’রাও আপত্তি জানিয়েছেন। আরে কী মুশকিল, উনি তো দেশের নাগরিকদের চাকরিবাকরি পাইয়ে ‘আত্মনির্ভর’ হওয়ার পথকেই সুগম করছেন বলে ঠাহর করেছেন! 

Photo Source Link (Click Here)

আসলে, আত্মনির্ভরতার স্বাভাবিক প্রয়াসটি আজ আর কোনও দেশের গণ্ডিতে সীমায়িত নয়, তা বহুদিন বাঁধা পড়েছে জটিল ও বিস্তৃত গ্লোবাল চেইন’এর বহমানতায়। তাই, বিশ্ব বাণিজ্য সংস্থার নিদান মেনে বিদেশি পণ্যের ওপর ইচ্ছেমতো উদোম কর চাপানো যায় না। বহু ঘোষিত ‘মেক ইন ইন্ডিয়া’ যদি সত্যি সত্যিই সফল হত তাহলে সে সব জিনিসপত্তর কি শুধু এ দেশের লোকেরাই কিনে কিনে ঘরে ডাই করত? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা!

শুধুমাত্র একটি দেশের নিরিখে, অতএব, আজকের সময়ে ‘আত্মনির্ভর’ শব্দবন্ধটি এক সোনার পাথরবাটি। কারণ, নিখাদ দেশজ পণ্য বলে আর তেমন কিছু নেই। যদি তর্ক জুড়ে বলেন, কেন, এই যে মাঠ ভর্তি ধান রুইয়েছি, সেগুলান তো আমার, এ মাটির। কিন্তু কত্তা, মাটিতে যে সার দিয়েছেন, পোকা ধংসের ওষুধ মেরেছেন, নিদেনপক্ষে চালের কলে ধান ভাঙ্গিয়েছেন, তার সব কি এ দেশের? এই তো, ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের একটি সূত্র থেকে পাচ্ছি, ২০১৮ সালে ভারতে আমদানিকৃত রাসায়নিক সারের মোট মূল্য যেখানে ছিল ৩৪৫.৩৯ কোটি মার্কিন ডলার, তা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫০৪.৩৮ কোটি মার্কিন ডলারে। পাশাপাশি, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে তৎকালীন রাসায়নিক ও সার মন্ত্রকের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত কুমার জেনা লিখিত ভাবে জানিয়েছিলেন যে এ দেশে মোট ব্যবহৃত ফসফেট’এর ৯০ শতাংশ ও পটাশ’এর ১০০ শতাংশই আমদানি করা হয়। এমনতর ভুরি ভুরি নিদর্শন দিতে থাকলে আলোচনার অন্য পরিসরে আর পৌঁছনোই যাবে না। মোদ্দা কথাটা হল, আজকের বিশ্বে দাঁড়িয়ে একজন ব্যক্তি বা একটি সংস্থা নিজের পায়ে দাঁড়ানোর কথা অনায়াসে ভাবতেই পারে কিন্তু তার জন্য সে শুধুমাত্র তার নিজের দেশের ভেতর থেকেই সমস্ত সম্পদ জোটাতে পারবে বা সেই দেশিয় সীমানার মধ্যেই তার পূর্ণ উপযোগিতা দেখাতে পারবে তেমনটা কখনই নয়। আর সামগ্রিক দেশের নিরিখে তো বিষয়টা আরও জটিল। কারণ, একটি দেশ তার দুয়ার এঁটে আজকের দুনিয়ায় চলতেই পারে না। 

তাহলে গিঁটটা কোথায়? গিঁটের সুতোটা বাঁধা আছে প্রযুক্তির উদ্ভাবন ও সক্ষমতা প্রকাশে, বাণিজ্যের রণনীতি ও কৌশল নির্মাণে এবং কল্পনাশক্তির দৌড়ের কাছে। এই তিন অস্ত্র যার যত নিপুণ, চৌখস ও বুদ্ধিদীপ্ত তার আত্মনির্ভরতার সোপান তত বেশি পোক্ত। এই তিন যাদুকাঠির মন্ত্রবলেই খুলে যেতে পারে দুনিয়ার দুরূহতম গিঁটগুলি। আমাদের দেশ বিশ্ব বাণিজ্যের প্রাঙ্গণে পসরা নিয়ে বসেছে বটে কিন্তু তেমন নতুনতর সম্ভার গড়ে তোলার চেষ্টা করেনি; তা সে যে সরকারই গত কুড়ি বছরে ক্ষমতার তখতে আসীন হয়ে থাকুক না কেন। নিজ আত্ম-অবলোকনেই তার অনীহা। স্বদেশি জাগরণ মঞ্চের এটা-সেটা বয়কটের হম্বিতম্বি আর সরকারের তরফে আইটি কুলি জোগান দেওয়ার কর্তব্যকর্মের বাইরে সে আর বিশেষ কিছু করার সাহস করেনি।

বরং, গ্লোবাল কর্পোরেটদের থেকে কাটমানি খেয়ে কেউ কেউ তাদের উঞ্ছবৃত্তি করেছে মাত্র। যে সব ভারতীয়ের সৃজনক্ষমতা ছিল তারা পাড়ি দিয়েছে ভিন্ন দেশে। আসলে, যুদ্ধ ও অতি জাতীয়তাবাদী জিগির তুলে দু-একটা নির্বাচনী সাফল্য জুটতে পারে কিন্তু অর্থনীতির তাতে আখেরে কোনও ফায়দা নেই। কারণ, বিশ্বব্যাপী যে গ্লোবাল চেইন সেখানে নিজের জায়গা করে নিতে হলে সৃজনশীলতা ও বাণিজ্য কৌশলের গভীর পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষায় আধুনিক প্রযুক্তিকে শুধু আয়ত্ব করা নয়, তার উদ্ভাবন ও স্বয়ংক্রিয়তার নিত্যনতুন সূত্র উদ্ভাসিত করা ছাড়া উপায় নেই। যদি এ দেশে অযূত স্ব-উদ্যোগী গড়ে তুলতে হয় তাহলে আধুনিক প্রযুক্তির বলয়ে তাদের মুক্ত ভাবে কাজ করার পরিবেশ দিতে হবে। সেখানে দেশের সীমানা কখনই কোনও বাধা হতে পারে না। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে কোনও একক প্রভু নেই, সেখানে সকলেই কম-বেশি সম্ভাবনাময় অকস্মাৎ প্রভু। 

Photo Source Link (Click Here)

আর এই পরিপ্রেক্ষিতেই, আজ দেশের আপামর নাগরিকের সামাজিক সুরক্ষার সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ, অর্থনীতির সূত্রগুলির দখল নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্র যেখানে গোটা পরিক্রমাটাই হয়ে উঠছে অতীব পিচ্ছিল ও অনিশ্চয়তায় ভরপুর। হয়তো এ দেশে রেজিস্টার্ড কোনও স্টার্ট-আপ, যার মালিকানার একটা বড় অংশ ভারতীয়দের হাতে, কিন্তু দেখা গেল অচিরেই সেখানে চীন থেকে পুঁজি এসে একটা বড় অংশ কিনে নিয়েছে। সে সংস্থার কর্মীরা হয়তো ভারতীয়, কিন্তু চীনা অংশগ্রহণে তার কাজের পরিসর বিস্তৃত হয়ে এবার তা হয়তো মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডেও প্রসার পেল। তাকে কি এবার আর নিপাট ভারতীয় সংস্থা বলা যাবে? কিন্তু কর্মরত ভারতীয় কর্মীদের সামাজিক সুরক্ষার দিকে দেশের সরকারকে নজর তো দিতে হবে! কাল যদি তাদের চাকরি না থাকে বা মাইনে কমে যায় তাহলে সামাজিক সুরক্ষার প্রশ্নটি আরও বড় হয়ে দেখা দেবে। এই পিচ্ছিল গতিময়তার জন্যই আজকাল ‘সর্বজনীন ন্যূনতম আয়’এর ধারণাটি বেশ বড় আকারে নানান আলোচনার পরিসরে ঢুকে পড়েছে। অর্থাৎ, কর্তব্যকর্মটি হল- সকল নাগরিকের সুস্থ জীবনের দায়িত্ব নাও। কে নেবে? সরকার মহোদয়। এই ধারণাটিই এখন গ্রাহ্য ও একেই সাব্যস্ত করার প্রয়াস চলেছে সর্বত্র। ইচ্ছেয় হোক কি অনিচ্ছেয়। জনমানসে সরকারের কর্মক্ষমতা ও গ্রহণযোগ্যতার বিচার এখন এই মাপকাঠিতেই চলেছে। 

Photo Source Link (Click Here))

তাই সাদা মনে অল্প কথায় বললে, আজকের অর্থনীতিতে দেশি বা বিদেশি কোম্পানি অথবা কর্মীদল- এসব বিভাজনের তেমন কোনও তাৎপর্য নেই আর। কোনও কোম্পানিই স্বয়ম্ভূ নয়- তা এই অর্থে যে তা সর্বৈব ভাবে গ্লোবাল চেইনে আবদ্ধ, তাকে অন্য কোনও বিদেশি কোম্পানি থেকে কাঁচামাল বা প্রযুক্তি কেনাবেচা করতেই হয়। আর কর্মীদল বা শ্রমিকেরাও কোনও নির্দিষ্ট দেশের নাগরিক হলেও তাদের কর্মস্থল বিশ্বের যে কোনও প্রান্তেই হতে পারে। দেশের মঙ্গল, যদি সে দেশের সরকার বসবাসকারী তার সমস্ত নাগরিকের সুস্থ ও সবল ভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারে। তা হতে পারে, একদিকে সমস্ত নাগরিকের ন্যূনতম আয়কে সুনিশ্চিত করে (Universal Basic Income) ও অন্যদিকে কর্মরত মানুষের অধিকার, সকল মানুষের ভিন্ন ভিন্ন যাপনের বিন্যাসকে (শিশু, বৃদ্ধ, অসুস্থ প্রভৃতি) যথাযথ ভাবে পরিচর্যা করে।

 

কৃত্রিম বুদ্ধিমত্তার পরিসরে ক্রমপ্রবিষ্ট বিশ্ব গিগ অর্থনীতির এ ছাড়া আর পথই বা কী!


[অনিন্দ্য ভট্টাচার্য । 'ফ্রন্টিয়ারে' হাতে শান দেবার পরে আওয়াজ তুলেছিলেন, 'মগজে দিন শান, নয়তো মিলিয়ে যান' । 'এককমাত্রা'র প্রতিষ্ঠাতা সম্পাদক । কয়েক দশক ধরে বাঙালি বুদ্ধিমত্তাকে প্রতিনিয়ত সাপ্লাই করেছেন বৌদ্ধিক চর্চার অন্য পরিসর, ডিমান্ডের খবর না রেখেই । আত্ম-চ্যালেঞ্জেই রেখেছেন তাঁর কৃষ্ণ-অশ্বের মোক্ষম অবস্থান । এরই নাম বাজিমাত । ]  

অনিন্দ্য ভট্টাচার্যের বইগুলি পড়ুন, 

অর্ডার দিন বইঘরের অনলাইন স্টোর থেকে ক্লিক করুন এখানে







সৈয়দ কওসর জামালের কবিতাগুচ্ছ

স্বগতোক্তিপ্রায়

৩৮

যেকোনো ওষধির ভিতর লুকিয়ে আছে নশ্বরতার ছায়া

ছায়ার ভিতর অজস্র অন্ধ গলিপথ যা স্বপ্ন দেখানোর ছলে

ঘুরিয়ে মারছে, গুপ্তহননের আড়কাঠি নিস্পৃহ ঘোলাটে চোখ

অজানা ভাষাসংকেত দূর ঘন্টাধ্বনি মতো না-লেখা কবিতা 

দিন শেষ হলে অন্ধ বালকের লাঠি হয়ে নিভৃতে বাস করি

বসবাস সরলরৈখিক, যতিচিহ্নহীন ডায়েরির খোলা পাতা

সেখানে ওড়ে না নিঃসঙ্গ পাখিদের ডাক, শুধু খেয়াঘাট

একই পথে পারাপার, মাঝিদের দীর্ঘশ্বাস কখনো শোনেনি

আমি কি এখানে লিখেছি ভূতগ্রস্ত জলস্রোতের ক্রন্দন

নির্জন তীরে কুড়িয়ে পেয়েছি কখনও নিজের প্রতিরূপ

কে আজ গুপ্তলিপি খোদাই করে রেখে গেল গাছের ছায়ায়

এই যে ভূমিকাহীন শিরোনামহীন গ্রন্থের জীবন

আমি কি প্রচ্ছদ তার, অন্তর্লিপির সঙ্গে যার চিরশত্রুতা

জ্যা-মুক্ত করা বা না-করায় কিছু কি এসে যায়, স্থবিরতা !

 

৩৯

বিষণ্ণতা লিখে দিয়েছিল কেউ পরিদের দুধসাদা ডানায়

সেই থেকে ঘুম নেই তাদের চোখে, স্তব্ধ উড়ান

এই যে নিস্তব্ধ গ্রহ তার সঙ্গে পরিচয় ছিল না তাদের

সময়ের ধাঁধায় জড়িয়েছে আমাদেরও পা, যত খুলি

ততই জড়ায়, বিষণ্ণতা থেকে ঝরে পড়া ধুলোবালি

আমাদের বিস্ময়ের ওপর পড়ে, স্বপ্নছুট আমি কবচহীন

আত্মবিস্মরণের কাল অচেনা পথিকের মতো পাশে হাঁটে

এ সময় চাঁদ জ্যোৎস্নার সঙ্গে গলে যেতে যেতে ক্ষীণ

কে এখন উড়ান শেখাবে নতুন করে পাখিদের, পরিদের

অসমাপ্ত সব গান আকাশে আকাশে ওড়ে, দমকা বাতাস

কখনও কখনও বধির কানে ঝাপটা মেরে চলে যায়

হাতে মায়ামুকুরের জাদু একান্ত সম্বল এই তাঁবুর জীবনে

ইন্দ্রিয়নির্ভর ভাষার সন্ধানে ফিরি, দর্শন ও স্পর্শ দিয়ে

পড়ে নিতে চাই লুপ্ত উড়ানলিপি, ডানা খুলে পড়ার আগে...

 

 

৪০

নির্জনতা একক পাখির ব্যর্থ উড়ান বিষুবরেখার দিকে

উদ্ভ্রান্ত হাওয়া ছিন্নভিন্ন করেছে যূথচারী জীবনের মুঠি

একএকটি ছিন্ন শাখা নতুন বৃক্ষের জন্ম দেবে বলে

পরিক্রমা করে নক্ষত্র ও আকাশের সম্মোহিত ছায়া

যতই দাঁড়াতে যাই বৃক্ষের নীচে, সেও সরে সরে যায়

কোথায় হোরি নামের গোপন অভিসার বসন্তের গানে

সমস্ত রাগসংগীত আজ অশ্রুত বেদনার কাছে ঋণী

কোনো উৎসবই আর সূচিত হবে না রূপের মূর্ছনায়

পাখির বিষাদঘন চোখ দিয়ে আমি চেয়েছি আকাশে

তাকে বলি, বরং তুমিই নেমে এসো মাথার ওপরে

ছুঁয়ে দেখি মেঘ, কতদিন আর এই আত্মঘাতী আর্তনাদ

বয়ে বেড়াবে হাওয়া, অসময়ে বৃষ্টিকে পারি না ফেরাতে

স্মৃতিহারানোর এই এক মুগ্ধবোধ সরল প্রকরণ

আত্মবিস্মরণের এই কাল খুব কি মৃত্যুর কাছাকাছি...

 

৪১

সময়ের এই শূন্য পরিসরে আগুন জ্বলেনি কতদিন

সব শূন্যতা হাওয়ার দখলে, যদি একে অন্তরিক্ষ ভাবি

নক্ষত্রমণ্ডলীর নীচে পোড়া দেশ, যেখানে পেতেছি সংসার

অক্ষরেখা বরাবর অনাত্মীয় পৃথগন্ন ক্ষুদ্র তাঁবুর প্রহরা

এত প্রশস্ত শূন্যতা তার চারপাশে, তবু উল্লম্ফন রীতি

শেখা হয়ে উঠল না এ জীবনে আর, কখনও অনন্ত রাত

তবু পৌছোনো গেল না কোনো নিজস্ব নক্ষত্রের কাছে

প্রতিটি পথের বাঁকে আমি পুঁতে রেখেছি ভ্রমণবিভ্রম

মৃতদের চিঠি পাই, তাদের সুষুপ্তির মধ্যে রাখি স্বপ্ননির্মাণ

আমাকে ঘিরে রাখে মৌনের আকাঙ্ক্ষাহীন গুচ্ছসংকেত

যে কোনো সংকেতই রহস্যের বোধিবৃক্ষ হয়ে আছে

যে কোনো রহস্যই আজ মানুষের কাছে কৌতূহলহীন

দূরে আকাশের গায়ে জেগে উঠেছে স্যানাটোরিয়াম

শুশ্রূষাহীন এ জীবনে তার হাতছানিটুকু থেকে গেল...  



[ লেখকের কর্পোরেট বায়োডাটা হয় না । লেখকের পরিচয় জন্মসাল-মৃত্যুদিনের উৎসব পালনে নেই । লেখক বেঁচে থাকেন স্রেফ লেখায় । সৈয়দ কওসর জামাল, একজন দাপুটে বাঙালি কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্প্রচারক। আছে ১০ টি প্রকাশিত কবিতার বই এবং কবিতা সম্পর্কিত একটি প্রবন্ধের সংকলন । শত শত সাহিত্য প্রবন্ধ বাংলায় অনুবাদ করেছেন।

পেয়েছেন, ১৯৯৫ সালে আশালতা স্মৃতি সাহিত্য পুরস্কার । সোপন সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৯৯৯ সালে, কবিতা গ্রন্থ 'চেরনোবিলার মেঘ' এর জন্য ।]

সৈয়দ কওসর জামালের বইগুলি পড়ুন,







Monday, June 15, 2020

A Science Tour with Basabendra Roy

A Century Of Quantum Physics And Beyond

                     [Both in English and Bengali]

                OVERVIEW

It is a popular notation that the reality of nature is so mysterious that it is virtually impossible for us to even imagine it, let alone fully comprehend it. Since the birth of modern science through Sir Isaac Newton, no theorem has been truer to that popular notion of incomprehension than Quantum Physics. As weird as it may be, it is also the most successful theory of the universe at a smaller scale with innumerable successful applications. Even after a century of extensive studies the theory remains shrouded in mystery and the fog of controversy. Quantum physics is not intuitive to us. While taking a leisurely walk at midnight if you are told that the moon only exists when you look at it, you are bound to be baffled, just as Albert Einstein was. Perhaps you would also debunk the whole theory saying “God does not play dice”. However, as Pascal Jordan put it, 

“Observations not only disturb what has to be measured, they produce it...we compel (the electron) to assume a definite position...we ourselves produce the results of the measurements!”

 The “Quantum century” essentially began with Max Planck’s suggestion that radiation is quantized, meaning it comes in discrete packets rather than a continuous distribution. About five years later an unknown young man working as a clerk at the Swiss patent office in Bern by the name of Albert Einstein used Planck’s idea to explain the “Photoelectric effect”. 

Google Images
 In 1911, Ernest Rutherford explained the atomic structure with the help of his famous Rutherford alpha ray scattering experiment. Two years later, the first comprehensive model of the atomic structure based on quantum theory was given by Niles Bohr. In the following two decades we would learn about the wave-particle duality (De Broglie) , the exclusion principle (Pauli) stating two Fermions cannot exist in the same quantum state simultaneously, the mass-energy conservation, the famous wave mechanics which remains the very first course on Quantum Physics offered to undergraduate students (Schrodinger), the ingenious concept called “the uncertainty principle” which says the more you know about energy/position of a particle the less you know about its time of energy/momentum (Heisenberg). Paul Dirac in 19320 combined the Special Theory of Relativity with Quantum Mechanics to describe the electrons. The next few decades truly belonged to “Particle Physics”; from mesons to pions and kaons, from cosmic ray particles to the invention of the Bubble chamber.

Indeed, 1953 marked the beginning of “particle explosion”, a true proliferation of particles. This great endeavor resulted in an intricate theory known as the “Standard Model” finalized in the 70’s and the most decisive confirmation arriving in 2013 in the form of the Higgs Boson, popularly known as the “god particle” as it is believed to be the particle which gives mass to any object.

 “A handful of elementary ingredients that act like bricks in a gigantic Lego set, and with which the entire material reality surrounding us is constructed. The nature of these particles, and the way they move, is described by Quantum mechanics. These particles do not have a pebble-like reality but are rather the ‘quanta’ of corresponding fields, just as photons are the ‘quanta’ of the electromagnetic field. They are elementary excitation of a moving substratum similar to the field of Faraday and Maxwell. Minuscule moving wavelets. They disappear and reappear according to the strange laws of quantum mechanics, where everything that exists is never stable, and is nothing but a jump from one interaction to another!!”

-        Carlo Rovelli

 

THE BOTTLENECK

 Although many successful experiments back the “Standard Model” picture, it comes with its own set of peculiarities and obscurities. Without dwelling into the technicalities, let me just say , the Standard model is incredibly simple and powerful as long as we are in the low energy domain. At higher energies made possible by modern day accelerators, all kinds of problems start popping up. For those who have read some elementary special theory of relativity and why the Newtonian mechanics is inadequate at light speeds would find the ambiguities eerily familiar.

 The “standard model” has never lived up to the billing of being “the solution”. To this very day many physicists believe it to be “incoherent”, “patched up” pieces of a puzzle lacking “order”. The uses of the equations of the standard model is convoluted and often yields nonsensically large values of measureable quantities and one needs to follow the arduous process of renormalization to extract meaningful information. The great scientist Paul Dirac, the author of the principle equations of the model famously remarked “we have not yet solved the problem”.

 The standard model also fails to explain what is famously called dark matter- matter which we infer from their gravitational signature alone.

Google Images
This dark matter constitutes almost 95% of our known universe. What are they made of? Nobody knows. We can only say that they are not atoms, electrons, protons etc.; they are nothing like we have ever explained. In fact the model falls flat when encountered by the gravity problem, and gravity is one of the four fundamental forces of nature. The relative weakness of the gravitational force in comparison with other fundamental forces remains inexplicable through standard model. All we can say that some alterations may come into the picture as we discover new, never before seen particles.


THE DESPERATE ATTEMPT: SUPER-SYMMETRIC STRINGS

 In an attempt to “unify” all four fundamental forces of nature , physicists have resorted to a very complicated yet elegant theory call the “superstring theory” often popularly called “the theory of everything”!!. Let us try to get a feel for it before talking about its predictions and limitations. 

The atoms are made up of electrons, protons and neutrons. What’s inside? What constitutes them? The known answer would be quarks! Standard model tells us that, and these quarks have been found with hadrons, and we have a decent estimate of their masses and properties like spin, baryon number etc. What if we were to somehow go beyond? What if we would look deeper into quarks? String theory says we would find little tiny loops vibrating at different frequencies. 

“We are talking about an elemental umber form of matter. One object such that if it vibrates in a different way, it can create all the things we see around us. Therefore, instead of having the whole zoo of subatomic particles, you just have “the string”!!!”

-       Michio Kaku

 Simple enough, right? So what’s the catch? The theory only makes sense in ten dimensional hyperspace!! Frankly, it is beyond science fiction. This is the cost of unification, it says “The mind of god is music resonating through ten dimensional hyperspace!”

 Let me ask you to close your eyes and visualize a one dimensional object. Did you think of a line or a wire? If yes, then at a fundamental level you agree with all the hocus pocus of the theory! To you and me, a single, taut thread is indeed one dimensional! But ask an ant! It would say your one dimensional thread is a perfect, bulky, thick cylinder with a diameter which happens to be much smaller than its length!! For them it is a three dimensional object, they can walk along its periphery! A dimension nonexistent to us as we are too big to perceive it! So, all dimensions are not similar, as weird as it may sound we perceive bigger and smaller dimensions in some way. What if there are more dimensions than three that are simply incomprehensible to us because they are too small?

 Much smaller than any known particle, curled up and embedded in the fabric of space itself. Seven more dimensions curled up into our known three big dimensions. These unseen dimensions might hold a key to our understanding of the universe at a fundamental level. The deepest question in physics has been the existence of certain constants (Planck’s constant, mass of electron etc.) whose values have been measured with incredible precision. If you take any of the numbers and tweak it by a very small amount, the universe as we know shall not exist, you would not be reading this! These constants are therefore extremely important clues that we must attempt to decipher!!!

This is where the extra smaller dimensions come in. They might be the key to understanding the vibrational constraints/geometry of the superstrings telling us which vibrations are allowed. If we can extract the two dozen or so constants from the strings and they match with our reality, then bingo!! We shall have an idea of why the universe is how it is! In case you are wandering why only ten and not more? As it turns out, any such universe will be unstable and collapse to ten dimensions. At ten spatial and one time dimensions, Einstein’s General Relativity emerges beautifully!

 “Let’s say a beautiful crystal shatters and lands on a tabletop, and there are little insect like flatlanders living on the tabletop and they say “let us reassemble the crystal!!” They bring it together and then they have a crystal called Quantum theory, another called Relativity: the theory of space-time, but then they bring these two chunks together and they can’t! No matter how much they try! Then one day, someone says let us go to the world of up. Let us move one crystal up and fit it in the third dimension, and it will create a beautiful unified crystal. That’s where we are we think!!”

                                                                                    - Michio Kaku

 

LOOP QUANTUM GRAVITY

 “Here, in the vanguard, beyond the borders of knowledge, science becomes even more beautiful- incandescent in the forge of nascent ideas, of intuitions, of attempts, of roads taken and then abandoned, of enthusiasms. In the effort to imagine what has not yet been imagined.”

-       Carlo Rovelli

 

Coming to this last section, I shall just present the idea briefly and leave all technicalities aside. Loop Quantum Gravity is another very popular theory that many scientists throughout the world see as the future way to go. However, the predictions are as crazy as it can possibly be! Are you ready for it? Then let’s begin. The GTR treats space not just as an inert stage, but rather a dynamic quantity, a chief actor of the play. Matter tells space how to curve, the curved space-time tells matter how to move around it. Spread out a bed sheet tightly and hold onto it, drop a ball into it. The weight of the ball causes curvature in the fabric! Just like the sun would do to the fabric of space-time. Smaller objects placed around the ball would move in an orbit around that curvature (planets).

 On another hand, Quantum Physics says all these files are essentially quantized, a finite, granular discrete structure. Loop Quantum Gravity just adds them up and says, space itself is quantized, made up of “atoms of space” if you like!

The constituents of space are a billion billion billion times smaller than our known atoms. We are talking and entirely different realm altogether!! In this reality the reality itself is unrealistic! Space is not empty, it is like the shirt you are wearing right now, intricately weaved structure of threads knotted into loops!!!! The fabric of space is just like the fabric we wear! These loops are not in space, THEY ARE THE SPACE!!

 And if that was not enough, the entire concept of time as we know it goes out of the window! None of the mathematics, the equations describing this realm contain what we explicitly call “time”!! Don’t get the wrong idea, change is omnipresent. But everyday events that we assign a timeline to does not exist that way. Each event time is exclusive and internal; related to the quantum events of that particular reality. The interaction/interplay of quanta of space and matter is the reality of this domain.

 The most controversial yet beautiful prediction of Loop Quantum Gravity is about the origin of our universe. We are somewhat familiar with the concept of the “Big bang”, where a whole universe simply exploded out of an immensely dense infinitesimal point. As per Loop Quantum Gravity, such immensely compressed universe would generate a unbelievably strong repulsive quantum force. The “Big Bang” may very well have been the “Big Bounce!!” According to Loop Quantum Gravity our universe has risen like the mythical phoenix, which collapsed under its own weight and exploded brilliantly when the quantum repulsion was too much. In this moment of bounce, there is no time, no space, everything that we can see (our universe), our entire comprehension dissolved, compressed, fused into the ethereal cloud of probability- the realm of “Quantum Gravity”!! 

US

 We are at another unique moment of the evolution of science. Two spectacular and successful theories seem incompatible.

Google Images
Such moments are rare and have always preceded quantum leaps in our understanding of the universe. This is exactly the phase when many often infer “Wow! The end of science!” The sync of theories, the fitting of individual pieces of puzzles is truly the moment to be excited about!! Kepler’s law and Galileo’s studies merged at the hands of the greatest genius that even lived to give us the “Principia Mathematica”, the single most important book ever published in the history of our race. Electricity and Magnetism merged through Maxwell to give his famous equations, building blocks of modern physics! When electromagnetism was in apparent conflict with mechanics, Albert Einstein came up with relativity, and the rest is history.

We now have a front row seat to witness the next big revelation, the biggest so far!!

The Bengali Translation was published in Bibokshito 2018 Issue. Here given that piece of translated script. Thank You.




Saturday, June 13, 2020

সন্মাত্রানন্দের গল্পগাথা

তনুকনক 

[ বিবক্ষিত ২০১৮ সংখ্যায় প্রকাশিত ]

ওর সঙ্গে কেউ মেশে না । ও একটা দ্বীপে জন্মেছিল । একজন নাবিক জাহাজ ডুবি হয়ে সেই দ্বীপে আসে । ওই দ্বীপে একজন তপস্বিনী সাধিকা বহুবছর তপস্যারতা ছিলেন । নাবিকের সঙ্গে সেই সন্ন্যাসিনীর প্রেম হয় । ছেলেটি সেই নাবিক ও সন্ন্যাসিনীর প্রেমের ফুল । সে ওই দ্বীপে জন্মেছিল । পরে সে যখন পরিণত হয়, বছর পঁয়তাল্লিশ বয়স, সে সময় সে এই ছোট শহরে আসে । ততদিনে ওর মা বাবার এক সামুদ্রিক ঝড়ে দেহান্ত হয়েছে । বুড়ো ফাদার জনকে সে বলেছিল তার জন্মরহস্যের কথা । পেটে কথা থাকে না বুড়ো ফাদারের । কথাটা রাষ্ট্র হয়ে যায়। তাই,ওর সাথে পারতপক্ষে মেশে না এখানে কেউই । সবাই বলত ওর জন্মের ঠিক নেই।

“ছি, ছি! কোথাকার একটা নাবিক সন্ন্যাসিনীর ধর্মনাশ করেছিল। তাদের থেকেই জন্ম লোকটার—ওর সঙ্গে মেশাও পাপ!”

“ওকে দেখাও পাপ! দেখলে স্নান না করে আর ঘরে যেতে নেই। বেজন্মা!”

“অপয়া! অপয়া! এ লোকটাকে দেখে যাত্রা শুরু করলে অমঙ্গল হবেই।”

এরকম গুঞ্জনে গুঞ্জনে বিষাক্ত শব্দে ভরে যেত দ্বীপের বাতাস।

মানুষটির হাবভাবও বড় অদ্ভুত । সে কথা বলে পাখিদের সাথে, প্রজাপতিদের সাথে, আকাশের সাথে । ঘরে পিচবোর্ড দিয়ে মুখোস বানিয়ে বাজারে বিক্রি করে । অনেক ভেবেচিন্তে পেট চালাবার জন্যে সে এই পেশা বেছে নিয়েছিল । এ শহরে মুখোসের চাহিদা অনেক, সে তত যোগান দিতে পারে না । যা পারে, তাতেই কষ্টেসৃষ্টে দিন কেটে যায় লোকটার । ঘরে ফিরে বিকেলবেলায় ধূলট লাল মাঠের ধারে এসে বসে । আর আকাশ থেকে নেমে আসে নানা রঙের পাখি, ওর কাঁধে, পিঠে, মাথায় এসে বসে । লোকটা পাখিদের সাথে গল্প করে । সূর্যাস্তের রাঙা আলোয় দূর থেকে দেখা যায় তাকে, সারা গায়ে পাখিরা উড়ে এসে বসেছে, সে তাদের সাথে কথা বলছে, কথা বলছে ...

পাখিরা বলে, “গল্প বলো, পথিক!

“আমি কী জানি যে বলব?

“তুমি বলবে সেই দ্বীপের কথা, যেখানে তুমি জন্মেছিলে...সবুজ সেই সমুদ্রের তরঙ্গের মাঝে ভেসে থাকা প্রবালের দ্বীপ!

“সে সব আমি ভুলে গেছি।

“তবে তুমি মনু নদীর গল্প বলো। মনু নদী। মন নদী।

“মনু নদী? সে কোথায়?”

“তুমি মনু নদীর কথা জানো না? উত্তরে, আরও উত্তরে!

অবশেষে একদিন সে মনু নদীটির প্রেমে পড়ল । নদীর তীরে ঘাসে শুয়ে শুয়ে সে গান বুনত, ছবি গড়ত । সেসব গান, সেসব ছবি সে বাজারে বিক্রি করত না । শুধু নদীকে শোনাতো, তারপর নদীর জলে ছিঁড়ে ফেলে দিত । নদী সেই সব গান, সেই সব ছবির খণ্ডগুলিকে স্রোতে বহে নিয়ে যেত কলকল কলকল...

Google Images

নদীর স্রোতের ভিতর নিজের ছায়া দেখতে দেখতে মানুষটা একদিন দেখল তার মুখ দুভাগ হয়ে যাচ্ছে । সে দেখতে পেল তার হারানো মা-বাবাকে, সেই নাবিক ও সেই সন্ন্যাসিনী, যারা দ্বীপভূমির নির্জনে একদিন তাকে পৃথিবীতে ডেকে এনেছিল প্রণয়ব্যথায় জর্জর হয়ে । সৃষ্টির প্রথম ভ্রাতা যেভাবে মিলিত হয়েছিল সৃষ্টির প্রথম ভগিনীর সাথে, সেভাবেই সেই দ্বীপখণ্ডে নাবিক ও তপস্বিনী, দুটি আদিম ভাইবোনের মত গভীর ভালোবাসায় তাঁদের তনুকনকের সাথে তনুকনকের বিঘর্ষণে এই মুখোসবিক্রেতা মানুষটির পিতামাতা হয়েছিলেন ।

নদীর জলতলে লোকটি তার নিজের সৃষ্টিরহস্যের প্রথম আখ্যায়িকাটি দেখতে পেয়ে নদীর জলের মধ্যে আনন্দবিহ্বলতায় লীন হয়ে গিয়েছিল এক পূর্ণিমার চাঁদভাসি রাত্রে ।

তার আর খোঁজ মেলেনি । শুধু পরের দিন ভোরবেলায় শহরের লোকেরা দেখেছিল নদী বেয়ে ভেসে যাচ্ছে মানুষটির নিজের হাতে বানানো একটার পর একটা মুখোস ।



Friday, June 12, 2020

আবির্ভাব ভট্টাচার্যের স্মৃতিযাপনের কথাঘর

আহা! সেইসব দিন : বিবক্ষিত-র পুরোনো সেই দিনগুলি-রাতগুলি


স্মৃতির মেহগনিবাক্সে এমন কিছু মণিমাণিক্য থাকে যা মাঝেমধ্যে বের করে, দেখে, একটু সুখ অনুভব করে আবার রেখে দিতে হয়। যাঁরা স্বাধীনতা আন্দোলন করেছেন, তাঁরা সেইসব দিনের স্মৃতিচারণ করতেন বলে শুনেছি, পড়েছিও কিছু। যাঁরা সত্তর দশক প্রায় দেখেনইনি, তাঁদেরও সেইসব উত্তাল সময়ের স্মৃতিচারণ করতে দেখেছি, পড়েছি আরও বেশি। কথায় কথায় হাওয়া থেকে স্মৃতি নামিয়ে কী দারুন ভেসে যেতে দেখেছি দস্যি দামাল সময়ের স্রোতে। আমাদের স্কুল পেরিয়ে কলেজ বা কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি যে সময়টা ছিল, সেই সময়টাও আমাদের দেশকালের নিরিখে বেশ দস্যি দামাল সময়ই বটে। এইরকম একটা সময়ে যখন বর্ধমানের লিটল ম্যাগাজিন আবার নতুন করে মাটির ভিতর থেকে আউশ ধানের শিশুর মতো মুখ বাড়ানোর চেষ্টা করছে, সেই সময়ে, এই মফস্বলের একটি কিশোর স্বপ্ন দেখালো একটি দামাল নৌকা ভাসানোর । নিজেদের একটি পত্রিকা - বিবক্ষিত ঃ একটি দামাল নৌকা। 

২০১২ সাল ঃ উজানকালের শুরু
সালটা ২০১২ । আজ ২০২০-তেও একই নামে
  পত্রিকাটি কেবল অস্তিত্ব টিকিয়ে রেখেছে তাই-ই নয়, বহরে ও বাহারে বেড়েছে আঠারো আনা । প্রথমে ছয় পাতা দিয়ে শুরু, তারপর আট হল । এরপর ঝাঁপ সোজা ৬৪ পাতায়, তারপর ১২৮ পাতা । দুদ্দার গতিতে এগোনো যাকে বলে আর কি ! তবে 'একটি দামাল নৌকা' শব্দগুলি শুধু সময়ের সঙ্গে বাদ পড়ে গেছে । কিন্তু, শুরুয়াতি দিনগুলিতে যেমন বিবক্ষিত নিজে কখনো খুব নিয়মিত ছিল না, আজও সেই ধারা অব্যাহত রেখেছে। এটা হয়তো লিটিল ম্যাগাজিন বলেই কিছুটা জন্মলগ্নের প্রভাব এবং সেটাই একদল দুরন্ত ছেলেদের হাতে পড়ে হয়ে উঠেছে চিরকালের দামালপনা। তবে বেশ বুঝতে পারছি তখন, কলেজে সবাই একটা অন্য চোখে দেখছে আমাদের - ভাবছে, ছোকরা লিটিল ম্যাগাজিন করছে, তর্কাতর্কিও, যুক্তিতে শান, বুঝি হেব্বি ইন্টেলেকচুয়াল হবার সাধ। স্মৃতিযাপনের এই এক সমস্যা, প্রথম পুরুষ দিয়ে শুরু করে শেষে নিজেকেই উত্তম পুরুষ থেকে টেনে আবার প্রথম পুরুষেই নিয়ে যেতে হয়। হচ্ছেই, কেননা বিবক্ষিত যে আমার এতটাই আপন। 

বিবক্ষিত-র তিনখ্যাপা - অর্ধেন্দু, সুমিত,হাসান (বাঁ-দিক থেকে)
যদিও সিরিয়াসলি লিখব বলে কিছুই স্থির করিনি তখন, তবুও খামে করে লেখা জমা দিয়ে দিচ্ছি পূর্বনির্ধারিত স্থানে । স্থান মানে, হো হো, সেটা একটা ওষুধের দোকান।  সেখানকার কর্মচারীদের চোখে তখন এক অদ্ভুত সম্ভ্রম, বা হয়তো তাচ্ছিল্যও - সে যাই হোক উপেক্ষা কিন্তু নয়। তখন তো এখনকার দিনের মতো নিজেদের এমন গোছানো একখানা ঘর (বইবাসনা) হয়নি বিবক্ষিত-র। এখানে সেখানে ইতিউতিই ছিল তখনকার ঠিকানা । কিন্তু গুণমানের কথায় কখনো আপোষ করেনি সম্পাদক অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। বেশ মনে আছে, একেকটা সংখ্যা নিয়ে তুমুল তর্ক হতো আমাদের মধ্যে, কলেজের পাঁচিলের বাইরে চায়ের দোকানটায় বসে।
বিবক্ষিত ২০১৩ - হেমন্ত আর সুমিত (বাঁ-দিক থেকে)
একদিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু হলো 'কবিতার ক্লাস'- শিরোনামে একটি লেখা। অন্যদিকে ক্রমে ক্রমে লেখা পাওয়া যেতে লাগল, মীরাতুন নাহার, অচিন রায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, সাধন চট্টোপাধ্যায়, সৈয়দ কসর জামাল, রামকুমার মুখোপাধ্যায়, সোমব্রত সরকার, সাগর মুখোপাধ্যায়, রজতকান্তি সিংহচৌধুরী, সন্মাত্রানন্দ ইত্যাদি কত কত কিংবদন্তি মানুষের কাছ থেকেও। ফিজিক্সের চন্দন দেবনাথ ছিলেন বরাবরই প্রকৃতি বিষয়ে খুব সচেতন। তিনি লিখতেন রাজনীতি, প্রকৃতি ও বিজ্ঞানের পারস্পরিক আদান প্রদান ও দ্বন্দ্ব নিয়ে। প্রসঙ্গত মনে পড়ে যায়, ওঁর আহ্বানেই একটা সভাতে আমাদের, মানে আমার আর অর্ধেন্দুদার যোগাযোগ হয়।  তখন তো আর কেউ সেভাবে চিনত না আমায়, কাজেই কেউ আমাকে স্টলে বসতে ডাকতোও না। বইমেলায় তখন প্রথম নিজেদের স্টল বলতে আমাদের ছিল একমাত্র 'বিবক্ষিত'ই। আহা ! এরকম কত কথা কত স্মৃতি জমা হয়ে আছে । সব কিছুই যে লিখে ফেলতে নেই, বেশিরভাগটাই জমিয়ে রাখতে হয় কিংবা সম্পদের মত করে আগলে রাখতে হয়।  

ক্যারদানি ঃ বিবক্ষিত পত্রিকার ২০১৪ সালের সংখ্যা

আর একটা মজার স্মৃতি দিয়ে শেষ করি- সে সময় আর্যেষ্ণু বন্দ্যোপাধ্যায় নামে এক রহস্যজনক লেখকের একটা প্রবন্ধ ছেপেছিল বিবক্ষিত, খুব সম্ভবত নাম ছিল, 'ধর্মেও আছো জিরাফেও আছো', সেই লেখা নিয়ে এমন তর্ক শুরু হল যে আমার এক বন্ধুর আসানসোল ফেরার ট্রেনের সময় হয়ে যাওয়ায়, সে পত্রিকাটাই নিয়ে চলে গেল । বলেছিল, পরেরদিন ওটা পড়ে নতুন যুক্তি খুঁজে বের করে আনবে। সেই যুক্তির কী হয়েছিল জানি না, তবে অনেক পরে জানা গেছিল, বেনামে সেই লেখা আসলে আমাদের অর্ধেন্দুদাই লিখেছিল । আজও বইমেলায় কিংবা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে অথবা মফস্বলের লিটল ম্যাগাজিন মেলায় চায়ের আড্ডায় বন্ধুদের সাথে দেখা হলে, বলাবলি হয়, 'আমাদেরও কী সব দিন ছিল, আহা! সেইসব দিন!'...

বিবক্ষিত ২০১৩ সংখ্যা

মনে আছে, ওই সময়টা পেরিয়ে এসে পরে কয়েকটা লাইন লিখেছিলাম-

থার্ড ইয়ার

আমরা যখন হইহল্লায়

  পেরিয়ে যাচ্ছি বয়ঃসন্ধি

বিকেল ডুবে সন্ধ্যে হলেই

বাতাস তখন বিষাদগন্ধী।

আগুন এসে লাফিয়ে বেড়ায়

চোখের তারায় বুকের মাঝে

অস্থিরতা সান্তনা দেয়

ত্রিতাল ছন্দে যুক্তি নাচে।

আমরা তখন শক্ত চোয়াল

আস্তিনজুড়ে বিষাদ ক্ষত

যত্নে রাখা পত্রিকা সব

গোপন বিস্ফোরণের মতো!

আমরা তখন পেরিয়ে যাচ্ছি

সবুজ ঘাসের মিষ্টি জমি

আমরা তখন বৃষ্টি হলেই

ক্লাস পেরিয়ে মাঠে নামি।

জার্মান না ফরাসিরা

কারা বেশি ভেবেছিলো

ইউটোপিয়ার ডুব সাঁতারে

দিন পেরোলো রাত পেরোলো।

আমরা তখন চাইছি ছায়া

কেউ সিগারেট কেউ তো বিয়ার

কেউ ফ্রেঞ্চকাট কেউ ক্লিনসেভ

আমরা কলেজ, থার্ড ইয়ার!

 

তখন আমাদের সম্পাদকেরও থার্ড-ইয়ার ছিল 


[ওয়েবজিনের অস্বীকৃতি: এই লেখাটি লেখক কর্তৃক বিবক্ষিত ওয়েবজিনের জন্যে জমা দেওয়ার পরেই প্রকাশিত হয়েছে। যদি একই লেখা অন্য কোনও মাধ্যমে – বিবক্ষিত ওয়েবজিনে প্রকাশের আগে বা পরে প্রকাশিত হয় - তবে বিবক্ষিত ওয়েবজিন এর জন্য দায়ী হবে না। এটির দায় লেখকের এবং তাঁর নৈতিকতার ।]