Friday, June 12, 2020

অমিত পাটোয়ারীর কবিতা


নিচে

খাটের পায়া চেপে ধ’রে       তোমরা রাত কাটিয়ে দেবে

খাটের উপর শুয়ে শুয়ে        খাটের কথা ভেবে ভেবে

                          পিশাচ

ভাববো ভাববো          ভাববো ভাববো 

অন্তর্জালে শ্রোতারাই      সুখশ্রাব্য

                              পিশাচ

গাছ ভেঙে প’ড়ে গ্যালো       ঘর ভেঙে প’ড়ে গ্যালো

বিয়ে ভেঙে প’ড়ে গ্যালো        আদিগন্ত খাট

             মায়াভরা থুতু গিলে নেবে

পুকুর থেকে বিয়ে              তুলতে তুলতে 

             মায়াভরা ত্রাণ তুলে নেবে ।। 


[ওয়েবজিনের অস্বীকৃতি : এই লেখাটি লেখক কর্তৃক বিবক্ষিত ওয়েবজিনের জন্যে জমা দেওয়ার পরেই প্রকাশিত হয়েছে। যদি একই লেখা অন্য কোনও মাধ্যমে – বিবক্ষিত ওয়েবজিনে প্রকাশের আগে বা পরে প্রকাশিত হয় - তবে বিবক্ষিত ওয়েবজিন এর জন্য দায়ী হবে না। এটির দায় লেখকের এবং তাঁর নৈতিকতার ।]


No comments:

Post a Comment

We are waiting for your opinion. Please Comment.

Thank You.