Wednesday, June 10, 2020

বিবক্ষিতর প্রথম বই - গল্প সংকলন ...

সব বানানো গল্প

বিশ বছর ধরে প্রকাশিত দিনবদলের দলিলগাথা এই বই  । সামাজিক পরিসরের অন্তরে থেকেও যেন এক স্বাধীনজীবীর বৈঠকখানা । পাঠকের জন্য অবশ্য সংগ্রহযোগ্য । 

পৃষ্ঠা - ১২৮ (বোর্ড বাঁধাই, বুকমার্কার সহ)
বিনিময় - ২২৫ টাকা

।। সংখ্যাটি  সংগ্রহ করুন  ।। 
  • নিজস্ব পত্রিকা দপ্তর - বইবাসনা (বর্ধমান)
  • ধ্যানবিন্দু (কলেজ স্ট্রিট)
  • কল্যাণ ঘোষের স্টল (রাসবিহারি অ্যাভিনিউ)










No comments:

Post a Comment

We are waiting for your opinion. Please Comment.

Thank You.