আহা! সেইসব দিন : বিবক্ষিত-র পুরোনো সেই দিনগুলি-রাতগুলি
স্মৃতির মেহগনিবাক্সে এমন কিছু মণিমাণিক্য থাকে যা মাঝেমধ্যে বের করে, দেখে, একটু সুখ অনুভব করে আবার রেখে দিতে হয়। যাঁরা স্বাধীনতা আন্দোলন করেছেন, তাঁরা সেইসব দিনের স্মৃতিচারণ করতেন বলে শুনেছি, পড়েছিও কিছু। যাঁরা সত্তর দশক প্রায় দেখেনইনি, তাঁদেরও সেইসব উত্তাল সময়ের স্মৃতিচারণ করতে দেখেছি, পড়েছি আরও বেশি। কথায় কথায় হাওয়া থেকে স্মৃতি নামিয়ে কী দারুন ভেসে যেতে দেখেছি দস্যি দামাল সময়ের স্রোতে। আমাদের স্কুল পেরিয়ে কলেজ বা কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি যে সময়টা ছিল, সেই সময়টাও আমাদের দেশকালের নিরিখে বেশ দস্যি দামাল সময়ই বটে। এইরকম একটা সময়ে যখন বর্ধমানের লিটল ম্যাগাজিন আবার নতুন করে মাটির ভিতর থেকে আউশ ধানের শিশুর মতো মুখ বাড়ানোর চেষ্টা করছে, সেই সময়ে, এই মফস্বলের একটি কিশোর স্বপ্ন দেখালো একটি দামাল নৌকা ভাসানোর । নিজেদের একটি পত্রিকা - বিবক্ষিত ঃ একটি দামাল নৌকা।
২০১২ সাল ঃ উজানকালের শুরু |
বিবক্ষিত-র তিনখ্যাপা - অর্ধেন্দু, সুমিত,হাসান (বাঁ-দিক থেকে) |
বিবক্ষিত ২০১৩ - হেমন্ত আর সুমিত (বাঁ-দিক থেকে) |
ক্যারদানি ঃ বিবক্ষিত পত্রিকার ২০১৪ সালের সংখ্যা |
আর একটা মজার স্মৃতি দিয়ে শেষ করি- সে সময় আর্যেষ্ণু বন্দ্যোপাধ্যায় নামে এক রহস্যজনক লেখকের একটা প্রবন্ধ ছেপেছিল বিবক্ষিত, খুব সম্ভবত নাম
ছিল, 'ধর্মেও আছো জিরাফেও আছো', সেই লেখা নিয়ে এমন তর্ক শুরু হল যে আমার এক বন্ধুর
আসানসোল ফেরার ট্রেনের সময় হয়ে যাওয়ায়, সে পত্রিকাটাই নিয়ে চলে গেল । বলেছিল, পরেরদিন
ওটা পড়ে নতুন যুক্তি খুঁজে বের করে আনবে। সেই যুক্তির কী হয়েছিল জানি না, তবে অনেক পরে জানা গেছিল, বেনামে সেই লেখা আসলে আমাদের অর্ধেন্দুদাই লিখেছিল । আজও বইমেলায় কিংবা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে
অথবা মফস্বলের লিটল ম্যাগাজিন মেলায় চায়ের আড্ডায় বন্ধুদের সাথে দেখা হলে, বলাবলি হয়, 'আমাদেরও
কী সব দিন ছিল, আহা! সেইসব দিন!'...
বিবক্ষিত ২০১৩ সংখ্যা |
মনে আছে, ওই সময়টা পেরিয়ে এসে পরে কয়েকটা লাইন লিখেছিলাম-
থার্ড ইয়ার
আমরা যখন হইহল্লায়
পেরিয়ে যাচ্ছি বয়ঃসন্ধি
বিকেল ডুবে সন্ধ্যে হলেই
বাতাস তখন বিষাদগন্ধী।
আগুন এসে লাফিয়ে বেড়ায়
চোখের তারায় বুকের মাঝে
অস্থিরতা সান্তনা দেয়
ত্রিতাল ছন্দে যুক্তি নাচে।
আমরা তখন শক্ত চোয়াল
আস্তিনজুড়ে বিষাদ ক্ষত
যত্নে রাখা পত্রিকা সব
গোপন বিস্ফোরণের মতো!
আমরা তখন পেরিয়ে যাচ্ছি
সবুজ ঘাসের মিষ্টি জমি
আমরা তখন বৃষ্টি হলেই
ক্লাস পেরিয়ে মাঠে নামি।
জার্মান না ফরাসিরা
কারা বেশি ভেবেছিলো
ইউটোপিয়ার ডুব সাঁতারে
দিন পেরোলো রাত পেরোলো।
আমরা তখন চাইছি ছায়া
কেউ সিগারেট কেউ তো বিয়ার
কেউ ফ্রেঞ্চকাট কেউ ক্লিনসেভ
আমরা কলেজ, থার্ড ইয়ার!
তখন আমাদের সম্পাদকেরও থার্ড-ইয়ার ছিল |
[ওয়েবজিনের অস্বীকৃতি: এই লেখাটি লেখক কর্তৃক
বিবক্ষিত ওয়েবজিনের জন্যে জমা দেওয়ার পরেই প্রকাশিত হয়েছে। যদি একই লেখা অন্য কোনও
মাধ্যমে – বিবক্ষিত ওয়েবজিনে প্রকাশের আগে বা পরে প্রকাশিত হয় - তবে বিবক্ষিত ওয়েবজিন
এর জন্য দায়ী হবে না। এটির দায় লেখকের এবং তাঁর নৈতিকতার ।]
No comments:
Post a Comment
We are waiting for your opinion. Please Comment.
Thank You.