[২০১৪ সালের সংখ্যায় প্রকাশিত]
রুলের
খোঁচায় জুলুমবাজি ভাগ করা যায়
তাগ করা
যায় আঙুল জোড়া প্রেমের দিকে
প্রথম
পাঠে। উদোম মাঠে কেউ দ্যাখেনি
এমনতরো
সোহাগ ভরা অশ্লীলতা
আদিম থেকে
আদিমতর কে আর কোথায়
ভরদুপুরে
গাছের ফাঁকে বৃষ্টি নামায়
ভিজছি
সবাই। লজ্জা নামে রুলের ডাকে
থমকে
দাঁড়াই। চামড়াটুকুর বেহাত বাকি
চোখ পাকিয়ে
নিয়মনীতি বুক ফোলালে
মুহূর্তকাল
বাঁচার ওষুধ ঘুষ পাওয়া যায়?
No comments:
Post a Comment
We are waiting for your opinion. Please Comment.
Thank You.