Tuesday, June 8, 2021

মে মাসের সকাল

 লিখেছেন

আ বি র্ভা ব  ভ ট্টা চা র্য


সেইসব চিত্রমালা অখণ্ড আয়ুর মতো জেগে বসে আছে

নিদ্রামগ্ন পর্বতের গোপন গুহায়

আর তাকে ঘিরে আছে প্রণয় বাতাস।

ক্ষয়গুলি বয়ে যায় নদীর ঘনিষ্ট স্রোতপথে।

নিজে নিজে নিঃস্ব হয়ে ফিরে চলে আসা

যতটা সহজ বলে ভাবা হয়ে থাকে

ঠিক তত অনায়াসে

স্রোতপথে কামনা ভাসানো

সহজ কথা না।

 

রিপু, তুমি কাগজের নৌকা!

 

সেইসব চিত্রমালা ছায়া দিক তোমার প্রবাহে!

পর্বত ও নদীখাতে

এই মর্মে করুক ঘোষণা—

নিজেকে নিঃস্ব করে কাগজ নৌকায়

সর্বস্ব ভাসিয়ে দেওয়া

সহজ কথা না!





আবির্ভাব ভট্টাচার্য, কবি এবং স্বাপ্নিক, শুধু তাই নয়, তিনি কাব্যের ম্যাজিকে পাঠককেও নিয়ে যেতে পারেন মায়াবী অন্যলোকে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থটি হল, 'আয়ুরেখা ভেঙে ভেঙে', অবশ্যই সংগ্রহযোগ্য।

No comments:

Post a Comment

We are waiting for your opinion. Please Comment.

Thank You.