Saturday, February 20, 2021

একুশে ফেব্রুয়ারির স্মরণে

লিখেছেন শুভজিৎ পাত্র

ইন্টারনেটের সৌজন্যে প্রাপ্ত 

একুশে ফেব্রুয়ারি পালন করলেই কী হবে?

শুধু বছরের একটা দিন,চব্বিশটা ঘন্টা!

যে আন্তরিক আবেগে একদা উদ্বেল হয়েছিল ঢাকার রাজপথ,

তার ভগ্নাংশও কি ধারণ করতে পেরেছি আমাদের সত্তায়?

যে ডাক মুক্তির,যে ডাক আকাশে মাথা তোলবার

সেই তীব্র তেজ কই আমাদের চেতনায়?

পুলিশের গুলির মুখে মাথা উঁচু রেখে সালাম,রফিকরা গেয়েছিল মাতৃভাষার জয়গান

কিন্তু প্রতি পদে,প্রতি মুহূর্তে,ভিন্ন ভাষায় নিজেকে মানিয়ে নিতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি মনের সজীবতা!

যদি রক্তের প্রতিটি কণায় মাতৃভাষার প্রকৃত মর্ম  না করি অনুভব,তবে একুশে ফেব্রুয়ারি নেহাতই একটি দিন

তা ছাড়া অন্য কিছু নয় !


শুভজিৎ পাত্র- বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষক।  মৌলিক গদ্য ও কবিতার প্রতি অগাধ আকৰ্ষণ।  লিখেছেন বহু পত্র-পত্রিকায়।  সবচেয়ে জরুরি ঘোষণাখানি হল তিনি একজন বাংলা ভাষার সেনানি।   

1 comment:

We are waiting for your opinion. Please Comment.

Thank You.